Word ফাইল pdf করা অন্য ফাইল পিডিএফ করার থেকে সোজা।
আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে পিডিএফ ফাইল মেইলে চেয়ে বসে। কিন্তু আমরা হয়ত আমাদের সিভি বা যেকোন ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে doc বা docx ফাইলে লিখে থাকি। আমরা হয়ত Word File টিকে PDF File এ কনভার্ট করতে বিভিন্ন টুলস, সফটওয়ার বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু আজকের এই টিপস জানলে আমার মনে হয় না, আপনি আর কখনও এসব ভোগান্তিতে যাবেন। তো চলুন তাহলে দেখে নেয়া যায় সহজ সেই টিপসটি।
১। প্রথমে আপনি আপনার Word File টিকে মাইক্রোসফট ওয়ার্ডে Open করে ফেলুন।
২। তারপর File Tab এ ক্লিক করে Print অপশনে চলে যান।
৩। প্রিন্টার অপশনে ক্লিক করে Microsoft Print to PDF অপশন সিলেক্ট করে দিন।
৪। Setting এ Print All Pages এবং পেপার সাইজটিকে Letter থেকে A4 সাইজ করে দিন। তাহলে আপনার ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সব পেজই একসাথে এবং একই সাইজে পিডিএফে কনভার্ট হবে।
৫। তারপর Print এ ক্লিক করুন।
৬। শেষ ধাপে আপনাকে File Name এর ঘরে একটি নাম লিখে ফাইলটিকে Save দিতে হবে। Save করার সময় অবশ্যই আপনি ডায়লগ বক্সটির বাম পাশ থেকে ফাইল লোকেশনটি সিলেক্ট করবেন, যাতে আপনার খুজে পেতে সুবিধা হয় এবং Save As Type এ Pdf Document (*.pdf) আছে কিনা ভাল মত যাচাই করে Save এ ক্লিক করলেই ফাইলটি PDF আকারে সেভ হয়ে যাবে।
৭। সবশেষে আপনি পিডিএফ ফাইলটিকে চালু করে দেখে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে থাকলে ব্যবহার করুন যেখানে আপনার পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে।
যদি এই টিপসটি আপনাদের কাজে আসে বা উপকৃত হন, তাহলে শেয়ার করতে ভূলবেন যেন। আর যদি কোন ধরণের সমস্যার সম্মুখীন হন মন্তব্য করবেন, আমি আপনাকে সর্বোচ্চ সহায়তা দেবার চেস্টা করব।
No comments:
Post a Comment