কম্পিউটার কি?
কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ‘Computare’ (কম্পিউটেয়ার) থেকে। আবার অনেক বিজ্ঞানীর মতে, শব্দটি গ্রিক শব্দ ‘Compute’ (কম্পিউট) থেকে এসেছে। বাংলায় এই শব্দ দুটির অর্থ হিসাব বা গণনা করা। আর (Computer) শব্দের আভিধানিক অর্থ হলো গণনাকারী বা হিসাবকারী যন্ত্র।
সহজভাষায়, (Computer) হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা খুব দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌগিক সমাধান করতে পারে। শুরুর দিকে প্রাচীন গণনাকারী যন্ত্র হিসেবে আবিষ্কার করা হলেও, বর্তমানের আধুনিক কম্পিউটারগুলো দিয়ে গণনা ছাড়াও, বিভিন্ন রকমের আলাদা আলাদা কাজ করা যায়।
কম্পিউটার কত প্রকার ও কি কি?
গঠন ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, কম্পিউটার তিন প্রকার:
১) এনালগ কম্পিউটার (Analog Computer)
২) ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
৩) হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
যেহেতু কম্পিউটার কি এবং কত প্রকার বিষয়টি অনেক বড় একটি অধ্যায়। আমি চেষ্টা করব ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনার সহজে পড়তে এবং বুঝতে পারবেন।
এই বিষয়ে ইউটিউবে ভিডিওটি দেখতে ক্লিক করুন-
This comment has been removed by the author.
ReplyDeleteThanks and Take Love
ReplyDelete